শিরোনাম: |
পিএসজি জিতেছে ৪-১ গোলে
![]()
প্রকাশ: বুধবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২১, ৯:৫৩ এএম আপডেট: ১৭.০২.২০২১ ১০:০৭ এএম | অনলাইন সংস্করণ Count : 145
|
![]() পিএসজি জিতেছে ৪-১ গোলে ঠিক যেন ফিরে আসছে চার বছর আগের স্মৃতি। ২০১৬-১৭ আসরে শেষ ষোলোর প্রথম লেগে পিএসজির মাঠে ৪-০ গোলে হেরেছিল বার্সা। কিন্তু ফিরতি পর্বে ন্যু ক্যাম্পে বার্সা জিতেছিল ৬-১ ব্যবধানে। শেষ গোলটি করেছিলেন নেইমার। সেই নেইমার এখন নেই বার্সাতে, তিনি আছেন পিএসজিকে। যদিও চোটের কারণে প্রথম লেগে বার্সার বিরুদ্ধে তাকে দেখা যায়নি।ন্যু ক্যাম্পে শুরুটা ভালোই ছিল বার্সার। মেসির গোলে এগিয়ে যাওয়া। কিন্তু সময় গড়াতেই পিএসজির রূদ্ররূপটা দেখল কোমান শিবির। যার পারফরম্যান্স নিয়ে সমালোচনা ছিল সেই এমবাপে দেখালেন তার ঝলক। করলেন হ্যাটট্রিক। গতিতে প্রতিপক্ষের রক্ষণ কাঁপিয়ে উপহার দিলেন স্মরণীয় এক পারফরম্যান্স।২৭ মিনিটে পেনাল্টি কিকে লিড নেয় বার্সা। পাল্টা আক্রমণে ডি-বক্সে ফ্রেংকি ডি ইয়ং পেছন থেকে ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে গোল করেন মেসি। আসরে মেসির এটি চতুর্থ গোল। চারটিই পেনাল্টি থেকে। পিছিয়ে পড়ে যেন তেতে ওঠে পিএসজি। একের পর এক আক্রমণ করতে থাকে তারা। চাপ ধরে রেখে পাঁচ মিনিট পর গোলও পেয়ে যায় সফরকারীরা। মার্কো ভেরাত্তির পাসে জোরালো শটে গোল করেন এমবাপে (১-১)। প্রথমার্ধ কাটে সমতায়। দ্বিতীয়ার্ধে বার্সার জন্য অপেক্ষা করছিল চূড়ান্ত হতাশা। ৬৫ মিনিটে লিড নেয় পিএসজি। এবারো এমবাপে (২-১)। খানিক পর তার হ্যাটট্রিকও হতে পারতো। তবে এবার তার শট পা দিয়ে রুখে দেন বার্সা গোলরক্ষক।৭০ মিনিটে পিএসজির ব্যবধান ৩-১ করেন কিন। লেয়ান্দ্রো পারেদেসের দারুণ ফ্রি-কিকে কোনাকুনি হেডে গোল করেন এই ইতালিয়ান ফরোয়ার্ড কিন। শেষটা রাঙিয়েছেন এমবাপে। দেখা পান দারুণ হ্যাটট্রিকের। আর সেটা ম্যাচের ৮৫ মিনিটে। ইউলিয়ান ড্রাক্সলারের পাসে কোনাকুনি শটে বল জালে জড়ান বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড (৪-১)। দারুণ রোমাঞ্চ জাগানো জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি। বার্সা শিবিরে বড় হারের লজ্জা।কোয়ার্টার ফাইনালে যেতে হলে ফিরতি লেগে বড় জয় পেতে হবে বার্সাকে। সেই কঠিন কাজটি করতে হবে পিএসজির মাঠে। পারবে তো বার্সা? আগামী ১০ মার্চ সেই লড়াই দেখার অপেক্ষায় ভক্ত-সমর্থকরা। |