শিরোনাম: |
জাতীয় দলের খেলা ছেড়ে ‘আইপিএল প্রেমে’ সাকিব , মোস্তাফিজ
![]() |
জাতীয় দলের খেলা ছেড়ে ‘আইপিএল প্রেমে’ সাকিব , মোস্তাফিজ কিছুটা ক্ষোভের সুরে আকরাম খান বলেন, অন্যদেরও ছুটি দেবে বোর্ড। যারা খেলতে চায় না, তাদের সবাইকেই ছুটি দেবে। অনেক কথা বলেছি এটা নিয়ে আমরা। সবশেষে বোর্ডের কথা– যে খেলতে না চায়, জোর করে তাকে নামানো হবে না। একই বিষয় মোস্তাফিজের বেলায়ও প্রযোজ্য। মোস্তাফিজও ছুটি চাইতে পারে। তাকেও ছুটি দেব– সবাইকে দেব। সাকিবকে ছুটি দেওয়ায় অন্যদের ক্ষেত্রেও সেই বাধ্যবাধকতা চলে আসছে বিসিবির। বোর্ডের এখানে কিচ্ছু করার নেই।পরিশেষে ফের আক্ষেপের সুর শোনা গেল বিসিবির পরিচালকের কণ্ঠে, অবশ্যই খুব ভালো উদাহরণ নয় এটি। কিন্তু যেটি বললাম– অনিচ্ছুক কাউকে আমরা খেলাতে চাই না।প্রসঙ্গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে তিন কোটি ২০ লাখ ভারতীয় রুপিতে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। আর এক কোটি রুপিতে মোস্তাফিজকে দলে ভিড়িয়েছে রাজস্থান রয়্যালস। |