শিরোনাম: |
৩২তম বর্ষে পদার্পণ করল ঠিকানা
![]() |
![]() ৩২তম বর্ষে পদার্পণ করল ঠিকানা জন্মদিন উপলক্ষে প্রতিবছরই ঠিকানা বর্ধিত কলেবরে ও আকর্ষণীয় রূপে প্রকাশিত হয়। মহামারি করোনার ভয়াল তা-বনৃত্যের মধ্যেও ঠিকানা তার সেই ধারাবাহিকতা অক্ষুণœ রেখেছে। ৩২তম বছরে পদার্পণের শুভমুহূর্তে প্রবাসের প্রায় ৭২ জন নবীন-প্রবীণ লেখকদের মূল্যবান লেখা নিয়ে ১৭ ফেব্রুয়ারি বুধবার বের হয়েছে বিশেষ ক্রোড়পত্রসহ ১৪৪ পৃষ্ঠার ঠিকানা। পত্রিকাটি এখন বাজারে। পাঠকসহ সর্বশ্রেণির মানুষের অফুরন্ত ভালোবাসা ও পৃষ্ঠপোষকতায় ঠিকানা আজ এত দূর পথ পাড়ি দিতে সক্ষম হয়েছে। এ জন্য পাঠক, লেখক, বিজ্ঞাপনদাতা, গ্রাহক, শুভানুধ্যায়ীসহ সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক অভিনন্দন ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছে ঠিকানা কর্তৃপক্ষ। পথচলার আগামী দিনগুলোতেও সবার ভালোবাসা ও সহযোগিতা অব্যাহত থাকবে বলে ঠিকানার প্রত্যাশা। প্রেস বিজ্ঞপ্তি। |