শিরোনাম: |
ডিআইইউ উপাচার্য প্রফেসর মোহসীন-এর মৃত্যুতে ইউজিসি চেয়ারম্যানের শোক
![]()
প্রকাশ: সোমবার, ২২ ফেব্রুয়ারি, ২০২১, ৭:২১ পিএম আপডেট: ২২.০২.২০২১ ৭:৩৫ পিএম | অনলাইন সংস্করণ Count : 50
|
ডিআইইউ উপাচার্য প্রফেসর মোহসীন-এর মৃত্যুতে ইউজিসি চেয়ারম্যানের শোক অধ্যাপক শহীদুল্লাহ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। ড. কে এম মোহসীন ১৯৫৯ সালে ঢাকা বিশ^বিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে ¯œাতক এবং পরের বছর একই বিভাগ থেকে ¯œাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৬৬ সালে ইউনিভার্সিটি অব লন্ডনের স্কুল অব ওরিয়েণ্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। উল্লেখ্য, ড. মোহসীন ১৯৩৮ সালের ০৭ মে রাজবাড়ি জেলার পাংশা উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি আজ (২২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৩ বছর। |