ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের হাওড় উপজেলা ইটনায় করোনা ভ্যাক্সিন গ্রহনে জনসচেতনতা বৃদ্ধিতে আনসার ভিডিপির র্যালী ও আলোচনা সভা অনুষ্টিত। মঙ্গল বার সকালে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে "মুজিব বর্ষের উদ্দীপন, আনসার ভিডিপি আছে সর্বক্ষণ ও শান্তি শৃংখলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা" শ্লোগানে একটি র্যালী বাহির করা হয়। র্যালীটি সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। এ সময় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাফিসা আক্তার, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা ইলিয়াস হোসেন, খাদ্য কর্মকর্তা মোঃ বদরুল আমিন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, উপজেলা প্রশিক্ষক আব্দুল্লাহ আল-মামুন প্রমুখ।
৭১সংবাদ ডট কম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।