শিরোনাম: |
খুলনায় বিএনপিকে ঘরোয়াভাবে মহাসমাবেশ করার অনুমতি দিয়েছে পুলিশ
![]() |
খুলনায় বিএনপিকে ঘরোয়াভাবে মহাসমাবেশ করার অনুমতি দিয়েছে পুলিশ তিনি আরো জানান, যদিও দুপুর আড়াইটায় সমাবেশের কাজ শুরুর কথা ছিল। কিন্তু একটা বাজার আগেই কয়েক হাজার মানুষ সমাবেশেযোগ দিতে অফিসের সামনে জড়ো হয়। সোয়া ১টায় সমাবেশের মাইক চালু করে শুরু করে দিতে হয়েছে। সমাবেশস্থল বিপুল সংখ্যক পুলিশ ঘিরে রেখেছে বলেও তিনি জানান।উল্লেখ্য, বিএনপি নগরীর হাদিস পার্কসহ তিনটি স্থানের যেকোনো একটিতে এ মহাসমাবেশ করতে পুলিশের অনুমতি চেয়ে কয়েক দিন আগেই লিখিত আবেদন করে। |