শিরোনাম: |
ইটনায় রূপু খান বিউটি পার্লারের শুভ উদ্ধোধন করেন ইউএনও নাফিসা আক্তার
![]() |
![]() আমাদের বিউটি শিয়ান খাদিজা আক্তার পুস্প এর আগে ঢাকার পারসোনা পার্লারে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। পরে রূপু খান তার বিউটি পার্লারের মূল্য তালিকা প্রকাশ করেন। ভ্রুপ্লাক ৫০ টাকা, ফুল ফেইস ট্রেডিং ১৫০ টাকা, আপার লিপস ৫০ টাকা, ফেসিয়াল ২০০ থেকে ২০০০ টাকা, মেনি কিউর-পেডি কিউর ৫০০ থেকে ১৫০০ টাকা, বিভিন্ন স্টাইলের খোপা ২০০ থেকে ১০০০ টাকা, অলবডি ম্যাসেজ ১০০০ থেকে ৫০০০ টাকা, বডিস্পা ১০০০ থেকে ৮০০০ টাকা, শাড়ি পড়ানো ১০০ টাকা, বিভিন্ন চুল কাটা ১০০ থেকে ৫০০ টাকা, পার্টিসাজ ৫০০ টাকা, গায়ে হলুদ সাজ ২০০০ থেকে ৫০০০ টাকা, বউ সাজ ৩০০০ থেকে ২০০০০ টাকা, চুল রিবনডিং চুল বুঝে ২০০০ থেকে ৩০০০০ টাকা, মেহেদী রাঙা হাত করা হয় ১৫০ থেকে ১০০০ টাকা, কান ও নাক ফোরানো ১০০ টাকা। বিউটি পার্লারে যোগাযোগের মোবাইল ০১৯৯১ ৫৭৪৩৫১, |