ওয়ালটন প্রথম বিভাগ দাবা লিগ ২০২১ এর পঞ্চম রাউন্ডের খেলা শেষ
ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে মুজিব বর্ষ ওয়ালটন প্রথম বিভাগ দাবা লিগ ২০২১ এর পঞ্চম রাউন্ডের খেলা আজ (সোমবার) জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের তৃতীয় তলাস্থ দাবা ক্রীড়া কক্ষে অনুষ্ঠিত হয়। আজ পঞ্চম রাউন্ডের খেলায়ঃ রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদ ২-০ গেম পয়েন্টে ক্যাসপারভ চেস ক্লাবের বিরুদ্ধে এগিয়ে রয়েছে। রপালী ব্যাংক ক্রীড়া পরিষদের পক্ষে ভারতীয় অর্পন দাস ও শফিক আহমেদ ক্যাসপারভ চেস ক্লাবের মোঃ মাজহারুল কবীর ও মোঃ শওকত আলী শেখকে পরাজিত করেন। রূপালী ব্যাংকের ভারতীয় আন্তর্জাতিক মাস্টার নীলেস সাহা ও ক্যান্ডিডেট মাস্টার মোঃ সাইফুল ইসলাম যথাক্রমে ক্যাসপারভ চেস ক্লাবের নীলয় দেবনাথ ও মোল্লা আশিতিয়াক আহমেদের সাথে খেলছেন। ম্যানহাস ক্যাসল এ রাউন্ডে ঢাকা চেস ক্লাবের বিরুদ্ধে ০-১ গেম পয়েন্টে পিছিয়ে আছে। ঢাকা চেস ক্লাবের ভারতীয় সৌরথ বিশ^াস ম্যানহাস ক্যাসলের ক্যান্ডিডেট মাস্টার এস, এম, স্মরনকে পরাজিত করেন। অন্য তিন বোর্ডে ম্যানহাস ক্যাসেলের পক্ষে অনত চৌধুরী, ফিদে মাস্টার মোহাম্মদ জাভেদ ও ক্যান্ডিডেট মাস্টার মোঃ শরীফ হোসেন যথাক্রমে ঢাকা চেস ক্লাবের আফজাল হোসেন সাচ্চু, মোহাম্মদ মাইনুদ্দিন ও অনিরুদ্ধ চ্যাটার্জীর সাথে খেলছেন। মীর চেস ক্লাব ও অগ্রনী ব্যাংক দাবা দলের মধ্যেকার খেলাটি ১-১ গেম পয়েন্টে চলছে। মীর চেস ক্লাবের ফিদে মাস্টার ইউনুস হাসান ও ভারতীয় অঙ্কিত রায় যথাক্রমে অগ্রনী ব্যাংক দাবা দলের ক্যান্ডিডেট মাস্টার মনির হোসেন ও নাসির উদ্দিন মাহমুদের সাথে ড্র করেন। অন্য দু’টি বোর্ডে মীর চেস ক্লাবের অদিত্য চ্যাটার্জ ও মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভা অগ্রনী ব্যাংক দাবা দলের ফরহাদুর ইমাম ও মোঃ মনির হোসেন খানের সাথে খেলছেন। এ রাউন্ডে ইসফট এরিনা চেস ক্লাব মর্নিং গ্লোরী চেস ক্লাব, কুষ্টিয়ার সাসুলতানা কামাল স্মৃতি পাঠাগার বসির মেমোরিয়াল চেস ক্লাবের সাথে খেলাঘর দাবা সংঘ, গোপালগঞ্জ ঢাকা নাইট’স চেস ক্লাবের বিরুদ্ধে খেলছে। আগামীকাল (মঙ্গলবার) বেলা ৩-০০ (তিন) টা হতে ষষ্ঠ রাউন্ডের খেলা একই স্থানে শুরু হবে।
৭১সংবাদ ডট কম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।