শিরোনাম: |
বাংলাদেশের বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক মোঃ হানিফ সোমবার রাত ১০টায় ইবনে সিনা হাসপাতালে মৃত্যুবরণ করে
![]() |
![]() বাংলাদেশের বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক মোঃ হানিফ সোমবার রাত ১০টায় ইবনে সিনা হাসপাতালে মৃত্যুবরণ করে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মোঃ হানিফ কর্মজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। উল্লেখযোগ্য হলো: সদস্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট; প্লানিং এন্ড ডেভেলপমেন্ট কমিটি এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট, অর্থ কমিটি ও শৃঙ্খলা কমিটির সদস্য।শিক্ষা ক্ষেত্রে গৌরবময় অবদানের স্বীকৃতিরূপ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক এবং ১৯৯৮ সনে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যাপক পদক; ২০০৫ সনে গুণীজন হিসেবে উদীচী সম্মাননা ও মেয়র পদক পান। তাঁর স্মৃতি আমাদের কাছে অর্থনীতিবিদদের সামাজিক দায়বদ্ধতার প্রতীক হিসেবে চিরজাগরুক থাকবে। অধ্যাপক মোঃ হানিফ-এর মৃত্যুতে বাংলাদেশ অর্থনীতি সমিতি তাঁর পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে এবং বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছে। |