শিরোনাম: |
ওয়ালটন প্রথম বিভাগ দাবা লিগ ২০২১ এর সপ্তম রাউন্ডের খেলা জাতীয় ক্রীড়া পরিষদে অনুষ্ঠিত হয়
![]() |
![]() ম্যানহাস ক্যাসল এ রাউন্ডে ইসফট এরিনা চেস ক্লাবের বিরুদ্ধে ২-০ গেম পয়েন্টে এগিয়ে রয়েছে। ম্যানহাস ক্যাসেলের পক্ষে অনত চৌধুরী ও ফিদে মাস্টার মোহাম্মদ জাভেদ যথাক্রমে ইসফট এরিনা চেস ক্লাবের মোঃ সিদ্দিকুর রহমান ও স্বর্নাভো চৌধুরীকে পরাজিত করেন। ম্যানহা’স ক্যাসল ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। সুলতানা কামাল স্মৃতি পাঠাগার এ রাউন্ডে ঢাকা নাইট’স চেস ক্লাবের বিরুদ্ধে ১.৫-০.৫ গেম পয়েন্টে এগিয়ে আছে। সুলতানা কামাল স্মৃতি পাঠাগার ১০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। ঢাকা চেস ক্লাব ২-০ গেম পয়েন্টে বসির মেমোরিয়াল চেস ক্লাবের বিরুদ্ধে ও খেলাঘর দাবা সংঘ, গোপালগঞ্জ, ২.৫-০.৫ গেম পয়েন্টে ক্যাসপারভ চেস ক্লাবের বিরুদ্ধে এগিয়ে আছে। আগামীকাল (বৃহস্পতিবার) বেলা ৩-০০ (তিন) টা হতে অষ্টম রাউন্ডের খেলা একই স্থানে শুরু হবে। |