শিরোনাম: |
অধিকার আদায়ে নারীদের অবশ্যই যোগ্যতা অর্জন করতে হবে : প্রধানমন্ত্রী
![]() |
![]() অধিকার আদায়ে নারীদের অবশ্যই যোগ্যতা অর্জন করতে হবে : প্রধানমন্ত্রী তিনি আরও বলেন, বাংলাদেশ নারী-পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়নের পথে এগিয়ে চলেছে। লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়নে বাংলাদেশ এখন রোল মডেল। আমাদের জাতীয় উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে আমরা নানামুখী পরিকল্পনা ও পদক্ষেপ গ্রহণ করেছি।শেখ হাসিনা বলেন, ‘আমরা উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছি। নারী-পুরুষ সকলে মিলে প্রিয় দেশকে এগিয়ে নিয়ে যাব। পাকিস্তান আমলে জুডিশিয়াল সার্ভিসে মেয়েরা আসতে পারত না। বঙ্গবন্ধু মুজিব তাদের সুযোগ দিয়েছেন। আমরা এসে উচ্চ আদালতেও নারীদের নিয়ে এসেছি। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, বর্ডার গার্ডসহ সব বাহিনীতে নারীদের অংশ নেয়ার ব্যবস্থা হয়েছে। বিদেশি কূটনৈতিক ও বিশ্ববিদ্যালয়ের ভিসিও নারীরা হচ্ছেন। স্থানীয় সরকারে নারীদের সংরক্ষিত আসন রেখেছি। ব্যাংকের এমডি, গভর্নর, খেলাধুলাসহ সব যায়গায় নারীদের সুযোগ আছে। ১৯৯৬ সালে রাজশাহীতে প্রমীলা ফুটবল খেলা প্রচণ্ড বাধার মুখে হতে পারেনি, এখন সে অবস্থা নেই।আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরই নারীর মুক্তি এবং দেশের অগ্রযাত্রা শুরু হয় বলেও জানান সরকারপ্রধান শেখ হাসিনা। তিনি বলেন, আট বিভাগীয় শহরের পাশাপাশি উপজেলা পর্যায়েও নির্মাণ করা হবে ‘কর্মজীবী মহিলা হোস্টেল’। একই সঙ্গে সামগ্রিকভাবে সামনে এগিয়ে যেতে সমাজের সর্বস্তরে নারী-পুরুষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। |