শিরোনাম: |
ট্রেনের ধাক্কায় ট্রাক ১০০ গজ দূরে গিয়ে পড়ল
নিজস্ব প্রতিবেদক, ৭১ সংবাদ ডট কম :
|
চাঁপাইনবাবগঞ্জ থেকে যাত্রীবিহীন বনলতা এক্সপ্রেস একটি পাথরবোঝাই ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে রাজশাহী- চাঁপাইনবাবগঞ্জে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।রোববার রাতে নগরীর কাশিয়াডাঙ্গা বাইপাস মোড়ের রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ওই ট্রাককে প্রায় ১০০ গজ দূরে ট্রেনটি ঠেলে নিয়ে যায়। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।রাজশাহী রেলওয়ের স্টেশন ম্যানেজার মো. আব্দুল করিম বলেন, ঢাকা থেকে রাজশাহী হয়ে চাঁপাইনবাবগঞ্জ গিয়েছিল বনলতা এক্সপ্রেস ট্রেনটি। সেখান থেকে ফেরার পথে রাজশাহীর কাশিয়াডাঙ্গা বাইপাস মোড়ে রেলক্রসিংয়ে রেললাইন পার হওয়া ওই ট্রাকের সঙ্গে ট্রেনটির সংঘর্ষ হয়।প্রায় ১০০ গজ দূরে ট্রেনটি ঠেলে নিয়ে যায় ট্রাকটিকে। এতে বনলতা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের বেশ ক্ষতি হয়েছে। এতে রাজশাহী- চাঁপাইনবাবগঞ্জে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।এদিকে বনলতা এক্সপ্রেসের ইঞ্জিনের হাওয়ার ভ্যাকুয়াম পাইপ নষ্ট হয়ে পড়ায় ট্রেন চালতে সমস্যা হচ্ছে।তারপরও চেষ্টা চলছে, ট্রেনটি সরিয়ে স্টেশনে নিয়ে যাওয়ার। ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছে। বনলতা ট্রেনকে সরালেই তে রাজশাহী- চাঁপাইনবাবগঞ্জে ট্রেন চলাচল স্বাভাবিক হবে। |