শিরোনাম: |
নোয়াখালীতে গত ২৪ ঘন্টায় ৭৫ জনের করোনা শনাক্ত
নিজস্ব প্রতিবেদক, ৭১ সংবাদ ডট কম :
|
![]() জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার জানান, নতুন আক্রান্তদের মধ্যে ৪৭ জন সদর উপজেলার, সুবর্ণচরের একজন, বেগমগঞ্জের ১১ জন, সোনাইমুড়ীর সাতজন, চাটখিলের দুজন, কোম্পানীগঞ্জের পাঁচজন ও কবিরহাটের দুজন রয়েছেন।এ ছাড়া সুস্থ হয়েছেন সাত হাজার ১৫৯ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭২ দশমিক ২৩ শতাংশ।এদিকে আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দুই হাজার ৬২৫ জন। কোভিড ডেডিকেটেড হাসপাতালে (শহীদ ভুলু স্টেডিয়াম) ভর্তি রয়েছেন ৪৪ জন ও আইসোলেশনে রয়েছেন ১৬ জন।উল্লেখ্য, করোনা সংক্রমণ প্রতিরোধে নোয়াখালীর পৌরসভা ও সদর উপজেলার ছয় ইউনিয়নে চলমান লকডাউনের সময়সীমা ১৮ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। এদিকে স্বাস্থ্যবিধি কেউ মানতে চাচ্ছে না। করোনার শুরুতে জেলা শহরের অফিস-আদালতে জীবাণুনাশক ট্যানেলগুলোর সবই অকেজো হয়ে পড়েছে। আদালত-অফিসে ও স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না।
|