শিরোনাম: |
কুমিল্লার আজ নতুন করে ১০৫ জন করেনা শনাক্ত ;মৃত্যু ৪
নিজস্ব প্রতিবেদক, ৭১ সংবাদ ডট কম :
|
![]() গত ২৪ ঘন্টায় কুমিল্লায় ১০৫ জন আক্রান্তের মধ্যে কুমিল্লা জেলার যে যে উপজেলাগুলোতে করোনা রোগি পাওয়া গেছে: সিটি- ৬২ আদর্শ সদর- ০৫ সদর দক্ষিণ- ০২ বুড়িচং-০৯ চান্দিনা- ০৪চৌদ্দগ্রাম-০১ দেবিদ্বার- ০৮ লালমাই-০৩ নাঙ্গলকোট- ০৩ বরুড়া- ০৪ মনোহরগঞ্জ- ০১ মুরাদনগর- ০১ তিতাস- ০২ গত ২৪ ঘন্টায় শনাক্তের_হার ছিল ২২.০% আজ বৃহস্পতিবার ( ২৪ জুন ) বিকেলে জেলা সিভিল সার্জন অফিসের ফেসবুক পেইজে এই তথ্য দেওয়া হয়।কুমিল্লা জেলার ১৭টি উপজেলায় করোনায় আক্রান্ত রোগি পাওয়া গেছে। আজ নতুন করে সিটিতে করোনা রোগি বেশি পাওয়া গেছে। আজ সুস্থ্য হয়েছেন আরও ৬০জন। কুমিল্লায় করোনায় ভাইরাস মুক্ত হয়ে এই পর্যন্ত সুস্থ্য হয়েছেন ১১৪৪৪ জন। এর মধ্যে আদর্শ সদর- ২৪ নাঙ্গলকোট ১৬ বুড়িচং- ০৫ দেবিদ্বার- ০৭ সিটি- ০৮ জন সুস্থ হয়েছেন। তবে বিদেশগামী যাত্রীদের নমুনা পরীক্ষায় আজকের রিপোর্ট প্রাপ্তি: ১২১ জন এদের মধ্যে নতুন সনাক্ত: ০৫ জন।
|