শিরোনাম: |
কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় ১৭ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, ৭১ সংবাদ ডট কম :
|
![]() এই সময়ে ১২৭ জন করোনা রোগী সুস্থ হয়েছেন।জানা গেছে, শনাক্তদের মধ্যে সদরে ৬২ জন, সীমান্তবর্তী উপজেলা দৌলতপুরে ৪২ জন এবং কুমারখালীতে ৫৯ জন রয়েছেন।কুষ্টিয়া জেনারেল হাসপাতাল থেকে আজ সকালে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।গত ৭ দিনে কুষ্টিয়ায় ১ হাজার ৬১৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর এই ৭ দিনে ৭৮ জনের মৃত্যু হয়েছে।কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডাক্তার তাপস কুমার সরকার আরটিভি নিউজকে জানান, করোনা ডেটিকেডেট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রোগীর চাপ বাড়ছেই, ২শ’ বেডে করোনা ও এর উপসর্গ নিয়ে আইসোলেশনে আছেন ২৮৯ জন রোগী। এর মধ্যে ২০২ জন করোনা আক্রান্ত রোগী। প্রায় ৭০ শতাংশ রোগীদের অক্সিজেন প্রয়োজন হচ্ছে।
|