শিরোনাম: |
কুষ্টিয়ায় করোনায় ১২ এবং উপসর্গে ১০ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, ৭১ সংবাদ ডট কম :
|
![]() শনাক্তদের মধ্যে সদরে ৮৩ জন, আর সীমান্তবর্তী উপজেলা দৌলতপুরে ৫৯ জন। গত ৭ দিনে কুষ্টিয়ায় ১ হাজার ৬৯৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। এই ৭ দিনেই এখানে ৮৩ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ৩০৮ জনের মৃত্যু হলো। এ পর্যন্ত শনাক্ত হলো ৯ হাজার ৬৬৪ জন।কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডাক্তার তাপস কুমার সরকার বলেন, করোনা ডেটেকিডেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রোগীর চাপ বাড়ছেই, ২০০ বেডে করোনা ও এর উপসর্গ নিয়ে আইসোলেশনে আছেন ২৮০ জন রোগী। এর মধ্যে ১৮৭ জন করোনা আক্রান্ত রোগী। প্রায় ৭০ শতাংশ রোগীদের অক্সিজেন প্রয়োজন হচ্ছে।এদিকে চলমান লকডাউন অনেকটাই ঢিলেঢালাভাবে চলছে। শহরে ও গ্রামে মানুষ স্বাভাবিকভাবেই চলাচল করছে। শহরে ঢোকার প্রবেশমুখগুলোতে পুলিশের চেকপোস্ট আছে, কিন্তু মানুষ তেমন কোনো বাধা ছাড়াই চলাচল করছে। মানছেননা কেউ স্বাস্থ্যবিধি।
|