শিরোনাম: |
কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, ৭১ সংবাদ ডট কম :
|
![]() কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জন মারা গেছেন। এ সময় করোনায় আক্রান্ত হয়ে ৮ জন ও উপসর্গ নিয়ে ৬ জন প্রাণ হারিয়েছেন।রোববার (১১ জুলাই) সকাল ৮টা থেকে সোমবার (১২ জুলাই) সোমবার সকাল ৮টা পর্যন্ত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে তাদের মৃত্যু হয়েছে। এছাড়াও ২৪ ঘণ্টায় আরও ২৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে। ১০২৭ জনের নমুনা পরীক্ষায় গতদিনের চেয়ে শনাক্তের হার আরও ১ কমে ২৬.৯৭ শতাংশ হয়েছে। এদিকে গত ৭ দিনেই কুষ্টিয়ায় ৮৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও এই ৭ দিনে আরও অন্তত ৩০ জন উপসর্গ নিয়ে মারা গেছে। আর গত ৭ দিনে এ জেলায় ১৮শ’ ১৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত শুধুমাত্র করোনা পজিটিভ ৩৪৯ জনের মৃত্যু হলো।কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল মোমেন জানান, ২শ’ বেডে করোনা ও এর উপসর্গ নিয়ে ভর্তি আছেন প্রায় ৩শ’ জন। এদের মধ্যে করোনা শনাক্ত রোগী ১৯২ জন। বাকিরা উপসর্গ নিয়ে ভর্তি আছেন। প্রায় ৭০ শতাংশ রোগীদের অক্সিজেন প্রয়োজন হচ্ছে।তিনি আরও জানান, দায়িত্বে অবহেলা নজরদারি করতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে সিসি ক্যামেরা বসানো হচ্ছে দুই এক দিনের মধ্যেই ক্যামেরা বসানোর কাজ শেষ হবে। এছাড়াও রোগী মৃত্যুর বিষয়টিও নজরদারি করা হচ্ছে।
|