শিরোনাম: |
খুব শীগ্রই জামালপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে পুনাক মেলা
নিজস্ব প্রতিবেদক, ৭১ সংবাদ ডট কম :
|
জামালপুর সদর থানা সংলগ্ন পুরাতন পুলিশ লাইন মাঠ ( পুলিশ ট্রেনিং সেন্টার) জামালপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে পুলিশ নারী কল্যাণ সমিতি ( পুনাক) মেলা ২০২১। গত বছরের ন্যায় এবারও রয়েছে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) মেলায় শিশুদের জন্য বিনোদন মূলক নাগরদৌলা, ওয়াটার বোর্ড়, মিনি ট্রেন,নৌকায় দৌলনা,রাউন দৌলনা,এবং সব বয়সের লোকদের জন্য রয়েছে আকর্ষণীয় সার্কাস সহ নানা ধরনের বিনোদন মূলক ব্যবস্থা। বড়দের জন্য রয়েছে বিভিন্ন আইটেমের পোষাক শিল্প, আসবাবপত্র, খাদ্য দ্রব্য গুনগত মানের শাকিল আচার সহ নানা ধরনের হস্তশিল্প।
|