শিরোনাম: |
দুর্গাপুরে আমিনুল ইসলামের মনোনয়ন ফরম জমা
নিজস্ব প্রতিবেদক, ৭১ সংবাদ ডট কম :
|
রাজশাহীর দুর্গাপুর উপজেলার ৬নং মাড়িয়া ইউনিয়নের ১নং চৌবাড়িয়া ওয়ার্ড থেকে ইউপি সদস্য পদে নির্বাচন করবেন বিশিষ্ট সমাজসেবক আমিনুল ইসলাম। শনিবার সকালে দু্গাপুর উপজেলা নির্বাচন অফিসে তিনি মনোনয়ন ফরম জমা করেছেন। ৫ম ধাপের ইউপি নির্বাচনে ৬নং মাড়িয়া ইউনিয়নের ১নং চৌবাড়িয়া ওয়ার্ডের নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে উৎসবমুখর পরিবেশে উপজেলা নির্বাচন অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিল করেন। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল হক (টুলু), উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ছালিমুদ্দীন, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আবুল বাসার, পৌর ছাত্র লীগের সভাপতি মেহেদী হাসান, সাবেক পৌর ছাত্রলীগের সভাপতি শাকিল, সাধারণ সম্পাদক রাজু, সাবেক পৌরসভার সৈনিক লীগের সভাপতি হায়দার আলী, এছাড়াও সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। মনোনয়ন ফরম জমা শেষে তিনি সাংবাদিকদের জানান, দেশরত্ম প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
|