শিরোনাম: |
দুর্গাপুর ব্র্যাকের আয়োজনে মানববন্ধন
আব্দুল খালেক দুর্গাপুর, ৭১ সংবাদ ডট কম :
|
রাজশাহীর দুর্গাপুর ব্র্যাকের আয়োজনে নারীর সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আওতায় বৃহস্পতিবার বেলা ১২.৩০ মিনিটে দুর্গাপুর উপজেলা পরিশোধের হলরুমে সামনে এক মানববন্ধনের আয়োজন করা হয়। গত ২৫ শে নভেম্বর থেকে বেসরকারি প্রতিষ্ঠান ব্র্যাক এর উদ্যোগে নারী নির্যাতন নির্মূল করনের লক্ষে ১৬ দিনব্যাপী বিভিন্ন কর্মসসূচীর আগামী ১০শে ডিসেম্বর পর্যন্ত চলবে। নারী নির্যাতন ও সামাজিক ক্ষমতায়ন এবং আইনি সুরক্ষা নিশ্চিত করনের লক্ষ্যে মানববন্ধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সোহেল রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-০৫ সংসদ সদস্য প্রফেসর ডাঃ মনসুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, ভাইস চেয়ারম্যান আব্দুল মোতালে মোল্লা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বন্দনা শাহ, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ হাসমত আলী, উপজেলা পিআইও বেলাল হোসাইন, সাবেক জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল রাজ্জাক, সাবেক উপজেলা ছাত্র লীগের সভাপতি আমিনুল হক (টুলু) প্রমূখ। মানববন্ধন বাস্তবায়ন ও সার্বিক সহযোগিতা ছিলেন, দুর্গাপুর ব্র্যাক এসিস্ট্যান্ট অফিসার সেল্প (SELP) মোছাঃ রুপালি খাতুন।
|