সারা দেশের ন্যায় মনোহরদীতে ও শুরু হলো জাতীয় "এ" প্লাস কেম্পেইন-২০২১ইং। আজ ১১ই ডিসেম্বর শনিবার সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত ৪ দিন ব্যাপী চলবে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কর্মসূচী । মনোহরদীতে প্রতি ইউনিয়নে ৬টি করে টিকাদান কেন্দ্র থেকে ১২টি ইউনিয়নে মোট ৭২টি কেন্দ্রে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। মনোহরদী উপজেলার ১২টি ইউনিয়নের ৭২টি কেন্দ্রে ৬ মাস হতে ১১ মাস বয়সী ৪৯৭০০ শিশুকে নীল রঙের ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ৪৬০০০ হাজার শিশুকে লাল রঙের ভিটামিন "এ"প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে বলে স্বাস্হ্য পরিদর্শক (ইনচার্জ) মোঃ আজিজুর রহমান এর সাথে কথা বলে জানা যায় । প্রতি কেন্দ্রে ২ জন করে ৭২টি কেন্দ্রে মোট ১৪৪ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছে বলে জানান তিনি। জাতীয় ভিটামিন " এ" প্লাস ক্যাম্পেইনটি জাতীয় পুষ্টিসেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান,স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয় বাস্তবায়ন করছে। উল্লেখ্য যে,নরসিংদী জেলায় স্হায়ী অস্থায়ী সহ মোট ১ হাজার ৮১৮টি কেন্দ্রের মাধ্যমে "এ" প্লাস ক্যাম্পেইন ৬ মাস বয়স হতে ১১ মাস বয়সী ৩৭ হাজার ৪০১ জন শিশুকে একটি করে নীল রংয়ের এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সের ৩ লাখ ২৪ হাজার ৯৮৫ জন শিশুকে একটি করে লাল রংয়ের ভিটামিন "এ" ক্যাপসুল খাওয়ানো হবে বলে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়।
Chief Advisor: A K M Mozammel Houqe MP
Minister, Ministry of Liberation War Affairs, Government of the People's Republic Bangladesh.
Editor & Publisher: A H M Tarek Chowdhury Sub-Editor: S N Yousuf
Head Office: Modern Mansion 9th Floor, 53 Motijheel C/A, Dhaka-1223
News Room: +8802-9573171, 01677-219880, 01859-506614 E-mail :[email protected], [email protected], Web : www.71sangbad.com