উৎসাহ উদ্দীপনা ও যথাযোগ্য মর্যাদায় মনোহরদীতে পালিত হচ্ছে মহান বিজয়ের সুবর্ণজয়ন্তী। ৫০ বার তোপধ্বনির মধ্যে দিয়ে দিবসের শুভ সুচনা হয়। সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন ও বীর শহীদদের স্মৃতির উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের ফুল ছিটিয়ে সংবর্ধনা দেওয়া হয়। মনোহরদী সরকারি কলেজ মাঠে কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্যে দিয়ে মুক্তিযোদ্ধা,পুলিশ, আনসার ও ভিডিপি,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, স্কাউট, গার্লস গাইড এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীদের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজ শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীরা মুক্তিযোদ্ধের উপর ভিত্তি করে ডিসপ্লে উপস্থাপন করে । কোচকাওয়াজ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । কুচকাওয়াজ ডিসপ্লে ও আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম খান বীরু,উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এস এম কাসেম,সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাকির হোসেন, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনিসুর রহমান, মনোহরদী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবু প্রিয়াশীষ রায়, মনোহরদী উপজেলা ভাইস চেয়ারম্যান এম এস ইকবাল আহমেদ,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা সুলতানা রুবী, মনোহরদী উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মতিউর রহমান তারা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ,মনোহরদী প্রেসক্লাবের সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান মালায় বিকাল ৪ টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিচালনায় সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষের শপথ বাক্য পাঠ করানো হবে। সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয় ও অঙ্গীকার নিয়ে জাতীয় পতাকা হাতে দেশের সর্বস্তরের মানুষ এ শপথ গ্রহন অনুষ্ঠানে অংশগ্রহন করবেন। সারাদেশে একই সাথে এই শপথ অনুষ্ঠিত হবে।