শিরোনাম: |
মনোহরদীতে অনুষ্ঠিত হলো ইউপি নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা
মোঃ মোবারক হোসেন, মনোহরদী প্রতিনিধি , ৭১ সংবাদ ডট কম :
|
![]() বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম (পিপিএম)। জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা জনাব মোঃ মেছবাহ উদ্দিন। মতবিনিময় সভায় ৯টি ইউনিয়নের সাধারণ সদস্য,সংরক্ষিত সাধারণ সদস্য ও চেয়ারম্যান প্রার্থীরা একে অন্যকে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ করেন। নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ হয় এবং ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে সে ব্যপারে প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহনের জন্য রিটার্নিং কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তারা আহবান জানান। সব প্রার্থীদের আশ্বস্ত করে জেলা প্রশাসক বলেন, আগামী ২৬শে ডিসেম্বর ইউপি নির্বাচনে কোন প্রকার অনিয়ম,আচরণ বিধি লঙ্ঘন ও হুমকি, ধামকি,পেশীশক্তি ব্যবহারের ঘটনা ঘটলে তা বরদাশত করা হবে না। পুলিশ সুপার বলেন, আইনশৃঙ্খলা বাহিনী সব বিষয়ে নজরদারি করছেন। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে সে ব্যবস্হা করা হবে। নির্বাচনে যাতে কোন প্রকার বিশৃঙ্খলা ও আচরণ বিধি লঙ্ঘন না হয় এবং নির্বাচন যাতে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় সে ব্যপারে সব প্রার্থীরা অঙ্গীকারনামা জমা দেন। অঙ্গীকার নামায় প্রার্থীরা তাদের নেতাকর্মী ও সমর্থকরা যাতে কোন প্রকার মারামারি দাঙ্গা হাঙ্গামা ও আচরণ বিধি লঙ্ঘনের ঘটনা না ঘটে এমনকি নির্বাচনী ফলাফল ঘোষণার পর পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে সে বিষয়ে অঙ্গীকার করেন। এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব এ এস এম কাসেম।
|