শিরোনাম: |
রাজধানীর কাকরাইলে শপিংমলে দুটি স্বর্ণের দোকানে চুরি
নিজস্ব প্রতিবেদক, ৭১ সংবাদ ডট কম :
|
![]() শনিবার সকালে দোকান দুটির কর্মচারীরা এসে দেখেন তালা ভাঙা। পরে পুলিশকে খবর দেওয়া হয়। ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার হারুন-অর-রশীদ গণমাধ্যমকে জানান, শপিংমলটির চতুর্থ তলায় ‘বেস্ট অ্যান্ড বেস্ট’ ও ‘মোহনা জুয়েলার্স’ দোকান দুটিতে চুরি হয়েছে। তিনি জানান, চোরেরা তালা ভেঙে স্বর্ণ এবং টাকা নিয়ে গেছে বলে দাবি করছেন মালিকপক্ষরা। তবে কী পরিমাণ স্বর্ণ ও টাকা নিয়ে গেছে- তারা কোনো হিসাব দেননি।মালিকপক্ষরা বলেছেন- হিসাব করে তারা পরে জানাবেন। হারুন-অর-রশীদ জানান, শপিংমলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। একইসঙ্গে সেখানকার কর্মচারী ও নৈশপ্রহরীসহ সবার তালিকা তৈরি করা হচ্ছে। এ বিষয়ে তদন্ত চলছে।
|