শিরোনাম: |
রাজশাহী কমিউিনিটি ইন সাউথ কোরিয়ার উদ্যোগে পুঠিয়ায় শীতবস্ত্র বিতরণ
নিজস্ব প্রতিবেদক, ৭১ সংবাদ ডট কম :
|
"মানবতা যেখানে বিপন্ন আমাদের হাত সেখানে প্রসন্ন" এই প্রতিপাদ্যকে সামনে রেখে পুঠিয়ায় রাজশাহী কমিউিনিটি ইন সাউথ কোরিয়ার অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। শনিবার বিকেল সাড়ে ৩ টার দিকে পুঠিয়া উপজেলার ঝলমলিয়া উচ্চ বিদ্যালয়ে মাঠে সাউথ কোরিয়াস্থ রাজশাহী কমিউিনিটি ইন সাউথ কোরিয়া এই অনুষ্ঠানের আয়োজন করেন। রাজশাহী কমিউিনিটি ইন সাউথ কোরিয়ার অর্থ সম্পাদক মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে ও সঞ্চালনায় ছিলেন রাজশাহী কমিউিনিটি ইন সাউথ কোরিয়ার সদস্য মোঃ আশরাফুল ইসলাম অনুষ্ঠানে মিডিয়া পার্টনার ছিলেন পুঠিয়া উপজেলা প্রেসক্লাব। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল হাই মোহাম্মদ আনাছ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝলমালিয়া স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আবু বকর সিদ্দিক, সাংবাদিক বিজয় ঘোষ, ইউপি সদস্য মোঃ আকবর আলী, ঝলমলিয়া স্কুল কমিটির সাবেক সদস্য মোঃ আব্দুল কাদের। ভার্চুয়াল যুক্ত ছিলেন রাজশাহী কমিউিনিটি ইন সাউথ কোরিয়ার সভাপতি মোঃ কামরুজ্জামান রাজীব, সাধারণ সম্পাদক মোঃ মহিরুল ইসলাম মহির, সাংগঠনিক সম্পাদক মোঃ আঃ রাজ্জাক সহ সদস্যবৃন্দ। |