শিরোনাম: |
শাবিপ্রবির আন্দোলনের সাথে জবি শিক্ষার্থীদের সংহতি প্রকাশ, ছাত্রলীগের বাধা
|
![]() শাবিপ্রবির আন্দোলনের সাথে জবি শিক্ষার্থীদের সংহতি প্রকাশ, ছাত্রলীগের বাধা নাট্যকলা বিভাগের শিক্ষার্থী সুমাইয়া সোমা দৈনিক তরুণ কন্ঠকে জানান, আমাদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে একপর্যায়ে শাখা ছাত্রলীগের একাধিক নেতাকর্মীরা মোটরসাইকেলে বসে অনশনকারী শিক্ষার্থীদের ডেকে নিয়ে ব্যক্তিগতভাবে হয়রানি করে তাদের চলে যেতে বাধ্য করে। তারপর আমাদের সকলকে চলে যেতে বলে কিন্তু আমরা তখন প্লেকার্ড ও ব্যানার নিয়ে বসে থাকি। কিন্তু একপর্যায়ে শাখা ছাত্রলীগের একাধিক নেতাকর্মী এসে আমাদের প্লেকার্ডগুলো টেনে নিয়ে ছেড়ে ফেলে।তিনি আরও বলেন, এ ঘটনার সময় শহীদ মিনারের পাশে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর থাকলেও কোনো প্রকার বাধা দেননি এবং আমাদের কয়েকজন শিক্ষার্থী প্রক্টরিয়াল বডির সাথে কথা বলতে গেলে তারা চলে যান সেখান থেকে। পরবর্তী সময়ে আমরা প্রক্টরের নিকট লিখিত অভিযোগ দিতে গেলে তিনি বলেন, "তারা তোমাদের ক্যাম্পাসের বড় ভাই, ভুল করেছে, তোমরা মাপ করে দাও তাদের"। প্রতীকী অনশনে অংশগ্রহণ করা শিক্ষার্থীরা জানান, প্লেকার্ড ও ব্যানার ছেড়ে ফেলা নেতাকর্মীরা জবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আক্তার হোসেনের অনুসারী ছিলেন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, আমাদের কাছে এমন কোনো লিখিত অভিযোগ আসেনি অনেকেই তো অনেক কথা বলে ক্যাম্পাসে। আমরা কোনো অভিযোগ ফেলে অবশ্যই বিষয়টা দেখতাম।
|