শিরোনাম: |
জবির শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে আরও ১১ আবাসিক শিক্ষক নিয়োগ
|
![]() জবির শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে আরও ১১ আবাসিক শিক্ষক নিয়োগ অপরদিকে সাতজন সহকারী আবাসিক শিক্ষক হলেন, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সাবিনা ইয়াসমিন, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক দীপিকা মজুমদার, পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক মানসুরা বেগম, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক নুসরাত জাহান পান্না, ফার্মেসী বিভাগের সহকারী অধ্যাপক সায়েমা খানম, নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোশরাত জাহান এবং ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক সামিনা বেগম।বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে,' বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের' জন্য এ সকল আবাসিক শিক্ষককে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে আবাসিক শিক্ষক হিসেবে নিযুক্ত থাকবেন এবং তারা সকলে ভাতা ও অন্যান্য সুবিধাদির বিষয় পরবর্তীতে জানানো হবে। |