শনিবার ১৪ ডিসেম্বর ২০২৪ ৩০ অগ্রহায়ণ ১৪৩১
শিরোনাম: ওরিয়ন ইনফিউশন সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে সর্বোচ্চ লেনদেন        দখলদার ইসরাইয়েলি হামলায় গাজায় ফের নিহত ৬৬       দেশ গড়ার দ্বিতীয় সুযোগ যেন নষ্ট না হয় : আইন উপদেষ্টা       বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে জনতার ঢল       বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বিএনপির শ্রদ্ধা       বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধান উপদেষ্টার শ্রদ্ধা       মুক্তিযোদ্ধাদের অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করলেন আমিরে জামায়াত      
ক্রিয়েটিভ আইটি ইন্সটিটিউট ও ফুডপ্যান্ডার মধ্যে করপোরেট চুক্তি স্বাক্ষর
প্রকাশ: রোববার, ৬ মার্চ, ২০২২, ১০:৪০ এএম |

দেশের অন্যতম শীর্ষ আইটি শিক্ষা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ আইটি ইন্সটিটিউট ও অনলাইনে খাবার ও গ্রোসারি সরবরাহকারী প্রতিষ্ঠান ফুডপ্যান্ডার মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। এই চুক্তি অনুযায়ী, ক্রিয়েটিভ আইটি ইন্সটিটিউট পরিবারের সকলে (ছাত্র-ছাত্রী, কর্মকর্তা, এ্যালামনাই) ফুডপ্যান্ডা থেকে নির্দিষ্ট শতাংশ বিশেষ ছাড়ে খাবার অর্ডার করতে পারবেন।

ফুডপ্যান্ডার পক্ষ থেকে প্রতিষ্ঠানটির হেড অব করপোরেট সেলস সৈয়দ ফায়াদ মুনয়েম, সিনিয়র করপোরেট সেলস = এক্সিকিউটিভ হাবিব-উর-রহমান এবং ক্রিয়েটিভ আইটি ইন্সটিটিউটের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির ব্র্যান্ডিং ও মার্কেটিং এর হেড
আশরাফ ইনসান ইভান, হেড অব অপারেশন মো. আকরাম হোসাইন নিজেদের প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করেন। উল্লেখ্য, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে যে ক’টি শিক্ষা প্রতিষ্ঠান সূচনালগ্ন থেকেই যুগপৎ ভূমিকা পালন করে আসছে, ক্রিয়েটিভ আইটি ইন্সটিটিউট তার মধ্যে অন্যতম।

এশিয়ার শীর্ষস্থানীয় অনলাইন খাবার এবং গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা বাংলাদেশে ২০১৩ সাল থেকে তাদের কার্যক্রম পরিচালনা করছে। বাংলাদেশের করপোরেট প্রতিষ্ঠানগুলোর অর্ডার প্রক্রিয়া সহজ ও সুবিধাজনক করার জন্য নিয়ে ‘ফুডপ্যান্ডা ফর বিজনেস’ নামে করপোরেট সেবা চালু করেছে ফুডপ্যান্ডা। করপোরেট গ্রাহকদের জন্য তৈরি এই প্ল্যাটফর্মটিতে বিশেষ ছাড়, অ্যালাওয়েন্স সেটিং অপশন, সহজে বিল পরিশোধ ও আরও অনেক সুবিধাসহ খুব সহজে অর্ডার করা যাবে।






আরও খবর


সম্পাদক : এ এইচ এম তারেক চৌধুরী, সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪
প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০।
নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৬৭৭২১৯৮৮০।
e-mail: [email protected], web: 71sangbad.com