শনিবার ১৪ ডিসেম্বর ২০২৪ ৩০ অগ্রহায়ণ ১৪৩১
শিরোনাম: ওরিয়ন ইনফিউশন সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে সর্বোচ্চ লেনদেন        দখলদার ইসরাইয়েলি হামলায় গাজায় ফের নিহত ৬৬       দেশ গড়ার দ্বিতীয় সুযোগ যেন নষ্ট না হয় : আইন উপদেষ্টা       বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে জনতার ঢল       বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বিএনপির শ্রদ্ধা       বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধান উপদেষ্টার শ্রদ্ধা       মুক্তিযোদ্ধাদের অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করলেন আমিরে জামায়াত      
পিরোজপুরে ইংল্যান্ডের মেয়র রওশন আরাকে সংবর্ধণা
প্রকাশ: শনিবার, ১২ মার্চ, ২০২২, ৬:০৯ পিএম |

পিরোজপুরের পুত্রবধূ লন্ডনের কেন্ট রামসগেট সিটির টানা তিনবারের নির্বাচিত মেয়র ব্যরিষ্টার রওশন আরা রহমান দোলন কে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় সংবর্ধণা দেয়া হয়েছে। শুক্রবার বিকালে তিনি পিরোজপুরের ইন্দুরকানীতে সফর করলে তাকে ইন্দুরকানী প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক তাকে সংবর্ধণা দেন। সংবর্ধনা অনুষ্ঠানে পৌছে তিনি প্রতিবন্ধী শিশুদের সাথে মিশে তাদের অসায়ত্বের চিত্র দেখে আবেগপ্রবণ হয়ে যান। তাদের খোজ খবর নেন ।

পরে ইন্দুরকানী প্রতিবন্ধী বিদ্যালয়ের আয়োজনে মেয়র রওশন আরা রহমান কে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেয়া হয়। দেয়া হয় সংবর্ধণা, উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুন্নেসা খানমের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অথিতি হিসাবে বক্তব্য রাখেন লন্ডনের কেন্ট রামসগেট সিটি মেয়র রওশন আরা রহমান দোলন, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন রামসগেট এর কনসার্ট টু মেয়র রেজাউর রহমান জামান, ইন্দুরকানী থানার ওসি মোঃ এনামুল হক, জাতীয় পার্টি (জেপি)'র উপজেলা আহবায়ক ও পত্তাশী ইউপি চেয়ারম্যান মোঃ শাহীন হাওলাদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিলরুবা মিলন নাহার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফায়জুল কবীর তালুকদার, জেপি'র উপজেলা সদস্য সচিব ও ইন্দুরকানী সদর ইউপি চেয়ারম্যান মাসুদ করীম তালুকদার ইমন, পাড়েরহাট ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান শাওন তালুকদার, বিদ্যালয়ের জমিদাতা শাহজাহান হাওাদার, শিক্ষক জাহিদুল ইসলাম, অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহাদুল ইসলাম শিমুল।

মেয়র তার বক্তব্যে প্রতিবন্ধী বিদ্যালয় সংবর্ধণা দেয়ায় তিনি কৃতজ্ঞ প্রকাশ করেন। এবং বিদ্যালয়ের উন্নয়নে তিনি সবসময় পাশে থাকবেন বলে আশ্বস্ত করেন। তিনি বলেন আমি যতদিন পিরোজপুর আসব ততো দিন ইন্দুরকানীতে আসব। তিনি বিদ্যালয়টি করার জন্য জমিদাতা শাহজাহান হাওলাদার ও প্রধান শিক্ষক আহাদুল ইসলামকে ধন্যবাদ জানান। তিনি শিশুদের জন্য ১৫ টি হুইল চেয়ার প্রদান করেন। পরে তিনি বিদ্যালয়টি পরিদর্শন করেন। এবং সার্বিক উন্নয়নের কথা বলেন। উল্লেখ, গত বুধবার লন্ডনের কেস্ট ডিস্টিকের মেয়র রওশন আরা তার স্বামী ব্যবসায়ী রেজাউর রহমানের সাথে পিরোজপুরে স্বশুর বাড়ীতে বেড়াতে আসেন।






আরও খবর


সম্পাদক : এ এইচ এম তারেক চৌধুরী, সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪
প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০।
নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৬৭৭২১৯৮৮০।
e-mail: [email protected], web: 71sangbad.com