শনিবার ১৪ ডিসেম্বর ২০২৪ ৩০ অগ্রহায়ণ ১৪৩১
শিরোনাম: ওরিয়ন ইনফিউশন সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে সর্বোচ্চ লেনদেন        দখলদার ইসরাইয়েলি হামলায় গাজায় ফের নিহত ৬৬       দেশ গড়ার দ্বিতীয় সুযোগ যেন নষ্ট না হয় : আইন উপদেষ্টা       বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে জনতার ঢল       বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বিএনপির শ্রদ্ধা       বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধান উপদেষ্টার শ্রদ্ধা       মুক্তিযোদ্ধাদের অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করলেন আমিরে জামায়াত      
রাজউকের চেয়ারম্যান এর সাথে আইসিএসবি কাউন্সিল সদস্যদের সৌজন্য সাক্ষাৎ
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২, ৫:৫৭ পিএম |

১৬ ই মার্চ ২০২২ তারিখ ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশ (আইসিএসবি)এর প্রেসিডেন্ট মুজাফফরআহমেদ এফসিএস, এফসিএমএ এর নেতৃত্বে আইসিএসবির কাউন্সিলের সদস্যগণ রাজধানী উন্নয়ন নকর্তৃপক্ষ (রাজউক) এর চেয়ারম্যান (সচিব) জনাব এ বি এম আমিন উল্লাহ নুরী এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। কাউন্সিলের পক্ষ থেকে ইনস্টিটিউটের প্রেসিডেন্ট জনাব এ বি এম আমিন উল্লাহ নুরীকে রাজউক চেয়ারম্যান এর দায়িত্ব নেয়ার জন্য অভিনন্দন জানান এবং তাকে আইসিএসবির কাউন্সিলের সদস্যদের সাথে পরিচয় করিয়ে দেন। তিনি সদস্যদের পেশাগত উন্নয়নের জন্য আইসিএসবির বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে মাননীয় চেয়ারম্যান মহোদয়কে অবগত করেন এবং ইনস্টিটিউটের ভবিষ্যত পরিকল্পনাসমূহও তুলে ধরেন।

রাজউক চেয়ারম্যান মনোযোগ সহকারে আইসিএসবির বিভিন্ন কার্যক্রম সম্পর্কে শুনেন এবং বাংলাদেশে কোম্পানি সেক্রেটারি পেশার পেশাদারিত্ব ও উন্নয়নে আইসিএসবির ভূমিকার প্রশংসা করেন। আইসিএসবি-এর সভাপতি রাজউকের চেয়ারম্যানকে ইনস্টিটিউটের জন্য ঢাকা শহরে একটি জমির ভীষণ প্রয়োজনীয়তার কথা বলেন এবং আইসিএসবি-এর জন্য একটি জমি বরাদ্দ করার জন্য অনুরোধ করেন। তিনি পরিদর্শনকারী দলকে ইনস্টিটিউটের জন্য তার সম্ভাব্য সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন। কাউন্সিল সদস্যরা জনাব নুরীকে তাঁর মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানান এবং আশা প্রকাশ করেন যে, তাঁরসহায়তা ও নির্দেশনা ইনস্টিটিউটকে তার লক্ষ্য অর্জনে এগিয়ে যেতে সহায়তা করবে।উক্ত সভায় ইনস্টিটিউটের সহ-সভাপতি জনাব মোঃ সেলিম রেজা এফসিএস, জনাব মোঃ জাহাঙ্গীর আলম মানিক এফসিএস, কাউন্সিল সদস্য, জনাব শরিফ হাসান এফসিএস, কাউন্সিল সদস্য এবং ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক (অর্থ ও হিসাব) জনাব মোঃ শামিবুর রহমান এফসিএস প্রমুখ উপস্থিত ছিলেন।






আরও খবর


সম্পাদক : এ এইচ এম তারেক চৌধুরী, সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪
প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০।
নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৬৭৭২১৯৮৮০।
e-mail: [email protected], web: 71sangbad.com