শিরোনাম: |
সাংস্কৃতিকধারার পল্টনাড্ডায় বক্তারা ধর্ম-সংস্কৃতি সুপথ দেখায়
|
![]() সাংস্কৃতিকধারার পল্টনাড্ডায় বক্তারা ধর্ম-সংস্কৃতি সুপথ দেখায় মোমিন মেহেদীর স্বাগত বক্তব্যর মধ্য দিয়ে শুরু হওয়া আয়োজনে এসময় বক্তারা আরো বলেন, নির্মমতার হাত থেকে মুক্তির জন্য দেশে সংস্কৃতি-সাহিত্য-সুশিক্ষা চর্চা বাড়ানো প্রয়োজন। সময় এসেছে ছাত্র-যুব-জনতাকে আলোর পথ দেখানোর, সেই আলোর পথের নির্দেশনা আসবে আলোকিত মানুষদের লেখনির মধ্য দিয়ে। সাংস্কৃতিকধারা ও সাউন্ডবাংলার উদ্যেগে নিয়মিত প্রকাশনা স্বপ্নালোক-এ পঠিত লেখাগুলো প্রকাশিত হবে। পাশাপাশি সর্বস্তরের লেখক-কবিগন লেখা পাঠাতে পারেন- সুতুনি ফ্রন্টে জাতীয় সাংস্কৃতিকধারার আগামী পল্টনাড্ডায় অংশগ্রহণকারী প্রত্যেক লেখককে নির্ধারিত সদস্য ফরমপূরণপূর্বক ১০০০ হাজার টাকার বই উপহার প্রদান করা হবে। |