শিরোনাম: |
ডিবিএ্রইচ এর২৫ শতাংশ লভ্যাংশ এবং নাম পরিবর্তন অনুমোদন
ডিবিএ্রইচ এর ২৫ শতাংশ লভ্যাংশ এবং নাম পরিবর্তন অনুমোদন
|
ডিবিএ্রইচ এর ২৫ শতাংশ লভ্যাংশ এবং নাম পরিবর্তন অনুমোদন ![]() ডিবিএ্রইচ এর ২৫ শতাংশ লভ্যাংশ এবং নাম পরিবর্তন অনুমোদন ভার্চুয়াল প্ল্যাটফর্র্ম এ অনুষ্ঠিত ২৬তম বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারা এ প্রস্তাব সমূহের অনুমোদন দেয়)। ডিজিটাল পদ্ধতিতে অনুষ্ঠিত ডিবিএইচ এর এ সভায় কোম্পানীর
চেয়ারম্যান নাসির এ. চৌধুরী সভাপতিত্ব করেন। সভায় ডঃ এ এম আর চৌধুরী, ভাইস
চেয়ারম্যান ও পরিচালকদের মধ্যে, মেহেরীণ হাসান, মুজিবর রহমান, মঈন উদ্দিন
আহমেদ, এম. আনিসুল হক এফসিএমএ, মোহাম্মদ আনিসুর রহমান, রাশেদা কে. চৌধুরী,
মেজর জেনারেল সাইয়িদ আহমেদ (অবঃ), ব্যবস্থাপনা পরিচালক ও সিইও নাসিমুল
বাতেন, কোম্পানী সচিব জসিম উদ্দিন এফসিএস এবং সাধারণ শেয়ারহোল্ডারগন অংশ
গ্রহন করেন। সাধারণ শেয়ারহোল্ডারদের প্রশ্নের জবাবে, ব্যাবস্থাপনা পরিচালক
নাসিমুল বাতেন ক্রেডিট রেটিং এ টানা ১৬ (ষোল) বার ‘ট্রিপল এ’ অর্জনের কথা
উল্লেখ করেন। তিনি
আরও বলেন, গৃহ ঋণ প্রদানকারী আর্থিক প্রতিষ্ঠান হিসেবে ডিবিএইচ পরিচালন
মূনাফায় ২০২১ সালে আগের বছরের চেয়ে ১৮% প্রবৃদ্ধি অর্জন করেছে। খেলাপী ঋনের
পরিমান মোট ঋনের ০.৬৩% যা দেশের আর্থিক খাতের মধ্যে সবনি। ডিবিএইচের
চেয়ারম্যান জনাব নাসির এ. চৌধুরী পরিচালকবৃন্দের প্রতিবেদন ও নিরীক্ষিত
আর্থিক প্রতিবেদন তুলে ধরেন। ডিসেম্বর ৩১, ২০২১ তারিখে সমাপ্ত বছরে
কোম্পানীর করপরবর্র্র্তী মূনাফা দাঁড়ায় ১০৪ কোটি টাকায়, যা আগের বছরের চেয়ে
১৭ শতাংশ বেশি। এই
সময়ে কোম্পানীর মোট সম্পদের পরিমান বৃদ্ধি পেয়ে হয় ৬০২৮ কোটি টাকা।
কোভিড-১৯ অতিমারীর কারনে ব্যবসা পরিচালনার প্রতিকুল অবস্থা সত্ত্বেও
কোম্পানীর আয় নিয়ে সন্তোষ প্রকাশ করে নাসির চৌধুরী বলেন, ঝুঁকি ব্যবস্থাপনা
এবং সেবার মান বৃদ্ধির লক্ষ্যে যে সকল কর্মসূচী গ্রহন করা হয়েছে তা
কোম্পানীর আয় বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখছে। ভবিষ্যতেও সাফল্যের এই ধারা
অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। সম্প্রতি
ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স কর্পোরেশন লিঃ (ডিবিএইচ) এর ২৬তম
বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারগণ ২০২১ সালের জন্য ২৫ শতাংশ লভ্যাংশ (১৫%
নগদ ও ১০% বোনাস) অনুমোদন করেছে। চেয়ারম্যান
নাসির এ. চৌধুরীর সভাপতিত্বে সভায় ডঃ এ এম আর চৌধুরী, ভাইস চেয়ারম্যান ও
পরিচালকদের মধ্যে, মেহেরীণ হাসান, মুজিবর রহমান, মঈন উদ্দিন আহমেদ, এম.
আনিসুল হক এফসিএমএ, মোহাম্মদ আনিসুর রহমান, রাশেদা কে. চৌধুরী, মেজর
জেনারেল সাইয়িদ আহমেদ (অবঃ), ব্যবস্থাপনা পরিচালক ও সিইও নাসিমুল বাতেন,
কোম্পানী সচিব জসিম উদ্দিন এফসিএস এবং সাধারণ শেয়ারহোল্ডারগন অংশ গ্রহন
করেন
|