শিরোনাম: |
বীরমুক্তিযোদ্ধা জাহানার হকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আগামীকাল
|
![]() বীরমুক্তিযোদ্ধা জাহানার হকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আগামীকাল ২০২০ সালের এদিনে (১৮ এপ্রিল) ৮৬ বছর বয়সে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে (সাবেক অ্যাপোলো হাসপাতাল) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ২০১৯ সালের ২৬ অক্টোবর রাতে ঢাকায় বনানীর বাসভবনে হার্ট অ্যাটাক ও ব্রেইন স্ট্রোক করেন জাহানারা হক। ওই রাতেই তাঁকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর দীর্ঘ প্রায় ছয় মাস মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মারা যান তিনি। তাঁকে রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হয়f আইনমন্ত্রী আনিসুল হক তাঁর মায়ের রুহের মাগফিরাত কামনায় আগামীকাল ঢাকায় এতিমখানায় খাবার পরিবেশনের ব্যবস্থা করেছেন। এছাড়া আইনমন্ত্রীর নির্বাচনী এলাকার কসবা উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন আজ (রোববার) এবং আখাউড়া উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন আগামীকাল (সোমবার) বীরমুক্তিযোদ্ধা জাহানারা হকের রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। কসবার ইফতার ও দোয়া মাহফিলে আইনমন্ত্রী আজ সশরীরে উপস্থিত আছেন এবং আখাউড়ার ইফতার ও দোয়া মাহফিলে আগামীকাল তিনি ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন।
|