শিরোনাম: |
রমজানে রোজা অবস্থায় প্রয়োজনে তরকারির লবণ চেখে দেখা যাবে কি ?
|
![]() এমতাবস্থায় কুলি করে নেওয়া ভালো। কুলি না করলেও ক্ষতি হবে না; বরং থুথু ফেলে দিলেই চলবে। তবে বিনা প্রয়োজনে কোনো বস্তু মুখে নেওয়া, কোনো বস্তুর স্বাদ আস্বাদন করা বা চিবানো মাকরুহ; আর তা গলাধকরণ হলে রোজা ভঙ্গ হয়ে যাবে। |