শিরোনাম: |
সুরমা নদীর তীর থেকে আব্দুল কাদির মরদেহ উদ্ধার
|
![]() সুরমা নদীর তীর থেকে আব্দুল কাদির মরদেহ উদ্ধার সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্যাহ তাহের বলেন, সকালে পীরপুর গ্রামের সালাম মেম্বারের বাড়ির পাশে সুরমা নদীতে আব্দুল কাদিরের মরদেহ ভাসতে দেখে জালালাবাদ থানায় খবর দেন স্থানীয়রা। পরে দুপুর ১২টার দিকে মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। নিহতের স্ত্রী মাছুমা বেগমের বরাত দিয়ে পুলিশ জানায়, মঙ্গলবার (১০ মে) ভোর ৫টার দিকে কানিশাইলের বাসা থেকে প্রকৃতির ডাকে সাড়া দিতে বেরিয়ে যান কাদির। এরপর তিনি আর ফিরে আসেননি। এ ঘটনায় এসএমপির কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) দায়ের হয়। পুলিশ জানায়, মরদেহে আঘাতের কোনো চিহ্ন নেই। ঘটনাটি হত্যা, নাকি অন্য কিছু খতিয়ে দেখা হচ্ছে। |