শিরোনাম: |
শ্রীলঙ্কায় বাংলাদেশি নাগরিকরা নিরাপদে আছে
|
![]() শ্রীলঙ্কায় বাংলাদেশি নাগরিকরা নিরাপদে আছে তিনি জানান, যেসব বাংলাদেশি শ্রীলঙ্কায় আছেন, তাদের মধ্যে কিছু জাতিসংঘ, বহুজাতিক কোম্পানিতে কাজ করছেন। অল্প কিছু শ্রমিক ও ছাত্র রয়েছেন। সব মিলিয়ে সে দেশে ৩শ'র মতো বাংলাদেশি রয়েছেন। এদিকে শ্রীলঙ্কায় বাংলাদেশিদের জন্য জরুরি পরিস্থিতিতে হটলাইন চালু করেছে কলম্বোর বাংলাদেশ হাইকমিশন। বুধবার (১১ মে) হাইকমিশন এ হটলাইন চালু করেছে। হাইকমিশন এক বার্তায় জানিয়েছে, যে কোনো জরুরি পরিস্থিতিতে শ্রীলঙ্কায় থাকা বাংলাদেশি নাগরিকদের 074 215 8750, 071 240 6313-এ নম্বরগুলোতে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। প্রসঙ্গত, শ্রীলঙ্কার অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হওয়ায় সেখানের আইন-শৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। |