শিরোনাম: |
আজকের শেয়ারবাজার
|
![]() আজকের শেয়ারবাজার লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯১ টির, কমেছে ২৪২ টির এবং অপরিবর্তিত রয়েছে সস৪৮ টি কোম্পানীর শেয়ার।ন লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- জেএমআই হসপিটাল, শাইনপুকুর সিরামিকস,
এসিআই ফরমুলেশন, বেক্সিমকো লিঃ, আরডি ফুড, ওরিয়ন ফার্মা, সেলভো কেমিক্যাল, আইপিডিসি, ইএইচএল ও ইউনিক হোটেল। দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো:- শাইনপুকুর সিরামিকস, ফু-ওয়াং সিরামিকস, বিডি থাই ফুড, সেলভো কেমিক্যাল, ভিএএমএল আরবিবিএফ, জেএমআই হসপিটাল, সানলাইফ ইন্সুঃ, নাহী অ্যালুমিনিয়াম, তৌফিকা ফুড ও হামিদ ফেব্রিকস। দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- পেপার প্রসেসিং, মনোস্পুল পেপার, তমিজউদ্দিন টেক্সটাইল, জেমীনি সী ফুড, এনআরবিসি ব্যাংক, সাভার রিফ্রেক্টরীজ, মেঘনাসপিট, প্রভাতী ইন্সুঃ, রিলায়েন্স ও এশিয়া ইন্সুঃ। আজ ডিএসই’র বাজার মূলধন:- ৫৩১০১২৯৯৫১০০০.০০ |