শিরোনাম: |
সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে বাঁচামরার এই ম্যাচে টস জিতে ব্যাটিং সিদ্ধান্ত কলকাতা
|
![]() সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে বাঁচামরার এই ম্যাচে টস জিতে ব্যাটিং সিদ্ধান্ত কলকাতা সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে বাঁচামরার এই ম্যাচে টস জিতেছেন কলকাতা অধিনায়ক শ্রেয়াস আয়ার, পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। দুই দলের মধ্যে সুবিধাজনক অবস্থানে আছে সানরাইজার্স হায়দরাবাদ। ১১ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে তারা সাত নম্বরে। এক ম্যাচ বেশি খেলে ৫ জয়ে ১০ নিয়ে আট নম্বরে কলকাতা নাইট রাইডার্স। কলকাতা একাদশ ভেঙ্কটেশ আয়ার, আজিঙ্কা রাহানে, নিতিশ রানা, শ্রেয়াস আয়ার (অধিনায়ক), স্যাম বিলিংস (উইকেটরক্ষক), রিংকু সিং, আন্দ্রে রাসেল, সুনিল নারিন, উমেশ যাদব, টিম সাউদি, বরুন অরুন। হায়দরাবাদ একাদশ অভিষেক শর্মা, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রাহুল ত্রিপাথি, এইডেন মার্করাম, নিকোলাস পুরান (উইকেটরক্ষক), শশাঙ্ক সিং, ওয়াশিংটন সুন্দর, মার্কো জানসেন, ভুবনেশ্বর কুমার, উমরান মালিক, টি নটরাজন। |