শিরোনাম: |
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে হামদর্দের চিকিৎসাসেবা কেন্দ্র উদ্বোধন
|
![]() চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে হামদর্দের চিকিৎসাসেবা কেন্দ্র উদ্বোধন এ উপলক্ষে স্থানীয় একটি রেস্টুরেন্টে এক মতবিনিময় সভা করা হয়। সভায় পরিচালক বিপণন মোহাম্মদ শরীফুল ইসলাম বলেন, স্বাস্থ্য ও শিক্ষা সেবার বাতিঘর ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া নিরন্তর মেধা ও শ্রম দিয়ে হামদর্দকে সফলতার শীর্ষে নিয়ে গেছেন। ইউনানি ও আর্য়ুবেদ চিকিৎসার উন্নতি ও বিস্তারের নেপথ্য কারিগর, আধুনিক হামদর্দ বাংলাদেশের রূপকার ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া’র অনন্য অধ্যাবসায়, ত্যাগের অজানা তথ্য সর্বসাধারণের মাঝে তুলে ধরে সবাইকে মানবসেবায় আত্মনিয়োগ করারও বান জানান পরিচালক বিপণন মোহাম্মদ শরীফুল ইসলাম। সভায় আমন্ত্রিত অতিথিরা তাদের বক্তব্যে হামদর্দের পাশে থাকার অঙ্গীকার করেন। সভা শেষে অতিথিদের উপস্থিতিতে ফিতা কেটে হামদর্দ চিকিৎসাসেবা ও বিক্রয় কেন্দ্র শিবগঞ্জ এর শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। হামদর্দের চিকিৎসাসেবা ও বিক্রয় কেন্দ্র চালু হওয়ায় স্থানীয় জনগণের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়। প্রথমদিনেই প্রচুর রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন। এই চিকিৎসাকেন্দ্রে প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত হামদর্দের অভিজ্ঞ চিকিৎসকরা বিনামূল্যে সেবা প্রদান করবেন।
|