শিরোনাম: |
৫,০০০ (পাঁচ হাজার) কোটি টাকার “কৃষি খাতে বিশেষ প্রণোদনামূলক পুনঃঅর্থায়ন স্কিম”
|
![]() প্রশংসাপত্রপ্রাপ্ত ব্যাংকসমূহ হলোঃ সোনালী ব্যাংক লিঃ, অগ্রণী ব্যাংক লিঃ, রূপালী ব্যাংক লিঃ, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিঃ, বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ, এক্সিম ব্যাংক লিঃ, ব্র্যাক ব্যাংক লিঃ, প্রিমিয়ার ব্যাংক লিঃ, ওয়ান ব্যাংক লিঃ, ব্যাংক এশিয়া লিঃ, শাহজালাল ইসলামী ব্যাংক লিঃ, উত্তরা ব্যাংক লিঃ, এবি ব্যাংক লিঃ, এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিঃ এবং মধুমতি ব্যাংক লিঃ। সভায় জানানো হয় যে, উক্ত পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় অংশগ্রহণকারী ব্যাংকসমূহের মাধ্যমে ১,৮৩,০৭০ জন গ্রাহকের নিকট সর্বমোট ৪,২৯৫.১৪ কোটি টাকা বিতরণ করা হয়েছে, যা স্কিমের মোট তহবিলের ৮৫.৯০%। পুনঃঅর্থায়ন স্কিম সফলভাবে বাস্তবায়ন করায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর জনাব ফজলে কবির উক্ত ব্যাংকসমূহকে অভিনন্দন জানান। সভায় আরও বক্তব্য প্রদান করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জনাব এ, কে, এম সাজেদুর রহমান খান, নির্বাহী পরিচালক জনাব মোঃ আওলাদ হোসেন চৌধুরী ও কৃষি ঋণ বিভাগের মহাব্যবস্থাপক জনাব মোঃ আব্দুল হাকিম। এছাড়া, ব্যাংকসমূহের পক্ষ থেকে সোনালী ব্যাংক লিঃ, অগ্রণী ব্যাংক লিঃ, বাংলাদেশ কৃষি ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ, ব্র্যাক ব্যাংক লিঃ ও ব্যাংক এশিয়া লিঃ এর প্রধান নির্বাহীগণ এবং ব্যাংক এশিয়া লিঃ এর কৃষি ঋণ বিভাগের প্রধান বক্তব্য রাখেন। জাতীয় ও ব্যাংকিং স্বার্থে উল্লিখিত প্রেস বিজ্ঞপ্তিটি প্রচারের জন্য বিশেষ অনুরোধ করা হলো।
|