শিরোনাম: |
গরু চরাতে গিয়ে বজ্রপাতে নারীর মৃত্যু
|
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ফুল বানু (৫৫) নামে এক নারী মাঠে গরু চরানোর সময় বজ্রপাতে মারা গেছেন। এ সময় ২টি গরুরও মৃত্যু হয়।
বৃহস্পতিবার (২৬ মে) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার দুধপাতিল গ্রামে এ ঘটনা ঘটে। ফুলবানু ওই গ্রামের বাসিন্দা চোরাগ আলীর স্ত্রী। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে মাঠে গরু চরাতে যান ফুলবানু। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে তিনি আহত হন। পরে আশেপাশে থাকা লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চুনারুঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিদ্ধার্থ ভৌমিক বাংলানিউজকে বলেন, বজ্রপাতে একজন নারী মারা যাওয়ার খবর পেয়েছি। জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত নারীর পরিবারকে সরকারি সহায়তা দেওয়া হবে। |