শিরোনাম: |
মিরপুরে মেট্রোরেল ব্লকের ইট পড়ে পথচারী নিহত
|
রাজধানীর মিরপুর ১১ নম্বরে নির্মাণাধীন মেট্রোরেলের লাইনের ব্লকের ইট পড়ে মাহবুবুর তালুকদার (৪৯) নামে এক পথচারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও পাঁচজন।
সোমবার (৩০) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম। তিনি বলেন, মিরপুরে মেট্রোরেলের ২০৩ নম্বর পিলার সংলগ্ন মেট্রোরেলের উপরের দেওয়াল ভেঙে ব্লকের ইট নিচে পড়ে মাহবুবুর তালুকদারের মৃত্যু হয়েছে। তার মরদেহ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনা আরও পাঁচজন আহত হয়েছেন, তবে গুরুতর নয়। |