শিরোনাম: |
পূবালী ব্যাংক লিমিটেড দীর্ঘদিনের প্রযুক্তি সহযোগী এর সাথে ব্যাংকিং অবকাঠামো উদযাপন
|
পূবালী ব্যাংক লিমিটেড দীর্ঘদিনের প্রযুক্তি সহযোগী এর সাথে ব্যাংকিং অবকাঠামো উদযাপন পূবালী ব্যাংক লিমিটেড এই পথচলায় ২০০৮ সাল থেকে প্রযুক্তি সহযোগী ঙৎধপষব এর বিভিন্ন পণ্য ও সলিউশন ব্যবহার করে আসছে। পূবালী ব্যাংক লিমিটেড পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মনজুরুর রহমান, পরিচালকবৃন্দ- মনির উদ্দিন আহমদ, হাবিবুর রহমান, রুমানা শরীফ, এম. কবিরুজ্জামান ইয়াকুব এফসিএমএ (ইউকে), সিজিএমএ, আজিজুর রহমান, রানা লায়লা হাফিজ, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শফিউল আলম খান চৌধুরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা মোহাম্মদ আলী, ওরাকলের সিনিয়র সেলস ডিরেক্টর অ্যানি টিও, কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর রুবাবা দৌলা, সেলস ডিরেক্টর আরশাদ পারভেজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ঙৎধপষব কে ব্যাংকিং প্রযুক্তি অংশীদার হিসেবে সংযুক্ত করায় মিসেস অ্যানি টিও পূবালী ব্যাংক লিমিটেড কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।পূবালী ব্যাংক লিমিটেড পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মনজুরুর রহমান বলেন, পূবালী ব্যাংক লিমিটেড সম্মানিত গ্রাহকদের আরও নিরাপদ এবং দ্রুত সেবা প্রদানের লক্ষে সর্বদা নতুন প্রযুক্তির সাথে মেলবন্ধন তৈরী করে। কোর ব্যাংকিং অবকাঠামো ও ভবিষ্যৎ ব্যাংকিং প্রযুক্তির উন্নয়নে নির্ভরযোগ্য কৌশলগত অংশীদার হিসেবে তিনি ঙৎধপষব কে ধন্যবাদ জানান।
|