শিরোনাম: |
দ্বিতীয় বিইসিএল রেপিড রেটিং দাবা প্রতিযোগিতায় আবু হানিফ চ্যাম্পিয়ন
|
![]() খেলা শেষে সন্ধ্যা সাড়ে সাতটায় উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের প্রতিষ্ঠাতা-সভাপতি কবি ও ছড়াকার রাহাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক এবং বিশ্ব দাবা সংস্থা (ফিদে) এর এশিয়ান জোন ৩.২ এর প্রেসিডেন্ট সৈয়দ শাহাব উদ্দিন শামীম প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সদস্য মাহমুদা হক চৌধুরী মলি, বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ক্লাব লিমিটেডের ডাইরেক্টর সোশ্যাল ওয়েলফেয়ার ইঞ্জিনিয়ার মোঃ মাইনুল ইসলাম এবং চলচ্চিত্র পরিচালক ছটকু আহমেদ। প্রতিযোগিতায় ৭ পয়েন্ট করে পেয়ে টাইব্রেকিংয়ে চতুর্থ থেকে সপ্তম হন যথাক্রমে জহিরুল ইসলাম মোহন, মোঃ আবজিদ রহমান, যদুনাথ বিশ্বাস এবং কাজী জেরিন তাসনিম। আর ৬.৫ পয়েন্ট করে পেয়ে টাইব্রেকিংয়ে অষ্টম থেকে দ্বাদশ হয়েছেন যথাক্রমে অভিক সরকার, মোঃ নাসিরুদ্দিন, মোঃ হাসান, এসএম তারেক এবং দ্বীন মোঃ স্বপন। |