শিরোনাম: |
শেরপুরে জন্মদিন উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি
|
![]() শেরপুরে জন্মদিন উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি রক্তদাতারা হলেন- মো. সোহেল রানা, মো. সোহেল, এরশাদ আলী, মো. নাঈম মিয়া, আলআমিন, শাকিল, শাহীন, রাকিব, শ্রাবণ, রফিকুল। ‘ভয়েস অব ঝিনাইগাতী’ এর কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মো. সোহেল রানা বলেন, আমি দীর্ঘদিন ধরে রক্ত সংকটে পড়া অসুস্থ মানুষের জন্য নিজের রক্ত দান করে থাকি এবং অন্যদেও মাধ্যমে রক্ত জোগাড় করে দিয়ে থাকি। বাংলাদেশে দিনে দিনে স্বেচ্ছায় রক্তদানকারী বাড়ছে। পাশাপাশি স্বেচ্ছায় রক্তদানকেন্দ্রিক অনেক সংগঠন কাজ করছে। তারপরও এখনো মানুষ অসুস্থতার সময় রক্তের সংকটে পড়ে। এ কারণে রক্তদানকে উদ্বুদ্ধ করতে আজকের এ আয়োজন করা হয়েছিল। তিনি আরও জানান, আমরা একদিন আগে ফেসবুকে পোস্টের মাধ্যমে রক্ত দান করার বিষয়টি জানাই। পরে মুমূর্ষু রোগীদের আত্মীয়-স্বজনরা আমাদের সঙ্গে যোগাযোগ করেন এবং আজকে (শনিবার) আনুষ্ঠিকভাবে রক্তদান করেন। ‘ভয়েস অব ঝিনাইগাতী’ এর প্রতিষ্ঠাতা ও ইউপি সদস্য মো. জাহিদুল হক মনির বলেন, রক্তদানকে বেশি বেশি উদ্বুদ্ধ করতে পারলে দেশে স্বেচ্ছায় রক্তদাতা বাড়বে। এতে মানুষ জরুরি প্রয়োজনে রক্তের সংকটে পড়বে না। |