শিরোনাম: |
একক পৃথিবী’ শীর্ষক সংগীতসন্ধ্যা
|
![]() এ সংগীত আয়োজনে সেতারবাদন করবেন নন্দিত ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সেতারবাদক, জনপ্রিয় সোলস ব্যান্ডের প্রতিষ্ঠাতা, স্পেনপ্রবাসী সংগীতজ্ঞ, প্রাক্তন কলেজিয়েট, বীর মুক্তিযোদ্ধা সাজেদ উল আলম। গান পরিবেশন করবেন ইংল্যান্ডপ্রবাসী বিজ্ঞানী ড. মাসিহ উল আলম ও বিজ্ঞানী ড. রওশন চৌধুরী জলী এবং রবীন্দ্রসংগীত শিল্পী শীলা চৌধুরী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট সমাজবিজ্ঞানী, শিক্ষাবিদ প্রফেসর ড. অনুপম সেন। বিশেষ অতিথি থাকবেন একুশে পদকপ্রাপ্ত শিল্পী বংশীবাদক ওস্তাদ আজিজুল ইসলাম। সবার জন্য উন্মুক্ত মনোজ্ঞ অনুষ্ঠানটির বাস্তবায়নে থাকছে সাংস্কৃতিক সংগঠন স্বপ্নযাত্রী ও ছোটকাগজ তৃতীয় চোখ। আয়োজক ক্লাব কলেজিয়েট চিটাগাং লিমিটেডের চেয়ারম্যান প্রফেসর ড. মোহীত উল আলম সংগীতপিপাসু সবাইকে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন। |