শিরোনাম: |
ঢাকায় পৌঁছেছে শিশুদের করোনা টিকা, প্রয়োগ আগস্টে
|
![]() শনিবার (৩০ জুলাই) দুপুরে করোনা টিকা ব্যবস্থাপনা কমিটির সদস্যসচিব শামসুল হক জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পাঁচ থেকে ১১ বছরের শিশুদের টিকা প্রয়োগে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কয়েকদফা আলোচনা হয়েছে। খুব শিগগির স্থান ও সময় জানানো হবে। এই কর্মকর্তা আরও জানান, প্রাথমিকভাবে পাঁচ থেকে ১১ বছর বয়সী দুই কোটি ২০ লাখ শিশুকে এই টিকা কর্মসূচির আওতায় আনা হবে। স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) সূত্রে জানা গেছে, প্রথম দফায় ১৫ লাখ ২ হাজার ৪০০ ডোজ টিকা দেশে এসেছে। ১২ থেকে ১৭ বছর বয়সী শিশুদের মতো পাঁচ থেকে ১১ বছর বয়সী শিশুদেরও স্কুলগুলোতে কেন্দ্র করে ফাইজারের এই বিশেষ টিকা দেওয়া হবে। |