শিরোনাম: |
সেতারের মোহন জাদুতে মুগ্ধ করলেন শিল্পী সাজেদ উল আলম
|
![]() ৩০ জুলাই ক্লাব কলেজিয়েট চিটাগাং লিমিটেডের উদ্যোগে এবং সাংস্কৃতিক সংগঠন স্বপ্নযাত্রী ও ছোটকাগজ তৃতীয় চোখের সার্বিক সহযোগিতায় থিয়েটার ইনস্টিটিউটে ‘একক পৃথিবী’ শিরোনামে সংগীতসন্ধ্যা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন ক্লাব কলেজিয়েটের চেয়ারম্যান প্রফেসর ড. মোহীত উল আলম। ক্লাব কলেজিয়েটের নির্বাহী কমিটির সদস্য ডা. আ. ম. ম. মিনহাজুর রহমানের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রিমিয়ার ইউনিভার্টির উপাচার্য, একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ প্রখ্যাত সমাজবিজ্ঞানী অধ্যাপক ড. অনুপম সেন। বিশেষ অতিথি ছিলেন যন্ত্রসংগীতে একুশে পদকপ্রাপ্ত গুণীজন বংশীবাদক ওস্তাদ আজিজুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে অনুপম সেন বলেন, শাস্ত্রীয় সংগীতে ভারতীয় উপমহাদেশে যে গৌরবান্বিত ঐতিহ্য তৈরি হয়েছে তা ওস্তাদ আলাউদ্দিন খাঁর ঘরানা থেকে শুরু করে আজকের সেতার বাদক সাজেদ উল আলম পর্যন্ত বিস্তৃত হয়েছে। ওস্তাদ আলাউদ্দিন খাঁ যেমন করে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া থেকে বিশ্বে ছড়িয়ে পড়েছিলেন, তেমনই সাজেদ উল আলমও চট্টগ্রামের আলম পরিবার থেকে ডেনমার্ক, সুইডেন, স্পেন হয়ে পৃথিবীব্যাপী শাস্ত্রীয় সংগীত পরিবেশন করে নন্দিত হয়েছেন। অত্যন্ত প্রতিভাবান শিল্পী সাজেদ উল আলমের কর্মনৈপুণ্য আরও বহুবর্ণিল ধারায় বিকশিত হোক আমার সেই প্রত্যাশা। বিশেষ অতিথি ওস্তাদ আজিজুল ইসলাম সাজেদের শিল্প-সংস্কৃতিপ্রবণ পারিবারিক ঐতিহ্যের প্রসঙ্গ তুলে বলেন, সাজেদ পাশ্চাত্যে সেতার অর্থাৎ এই যন্ত্রসংগীতকে ঐ সমাজের সুধীমহলে পরিচিত করার ব্যাপারে ব্যাপক ভূমিকা রাখেন। স্বাগত বক্তব্যে ক্লাবের উদ্দেশ্য সর্ম্পকে ডা. আ. ম. ম. মিনহাজুর রহমান বলেন, সুস্থ ও শুদ্ধ বিনোদনমূলক সাংস্কৃতিক চর্চার ক্ষেত্রে এই ক্লাব ভূমিকা রাখছে, রাখবে। ড. সুমন হায়াত ও বিবি আয়েশা সুমির সঞ্চালনায় ২ ঘণ্টাব্যাপী অনুষ্ঠানে শিল্পী শীলা চৌধুরী রবীন্দ্রনাথ, অতুল প্রসাদ ও রজনীকান্তের গান পরিবেশন করেন। মূলপর্বে শিল্পী সাজেদ উল আলম ‘বসন্তÍ মুখার’ নামে দীর্ঘ এক জটিল রাগ পরিবেশন করেন। তার সুনিপুণ পরিবেশনা হলভর্তি দর্শককে এক ঐন্দ্রজালিক আবহে আচ্ছন্ন করে রাখে। শিল্পীকে তবলায় সহযোগিতা করেন লিটন মিত্র। অনুষ্ঠানের তৃতীয় পর্বে ইংল্যান্ডপ্রবাসী বিজ্ঞানী ড. মাসিহ উল আলম ও বিজ্ঞানী ড. রওশন চৌধুরী জলী বাংলাদেশের জনপ্রিয় লোকসংগীত, চট্টগ্রামের আঞ্চিলক সংগীত একক ও দ্বৈতকণ্ঠে পরিবেশন করেন। উল্লেখ্য, স্পেন প্রবাসী শিল্পী সাজেদ চট্টগ্রামে বেড়ে ওঠা সাহিত্যিক মাহবুব উল আলমের সন্তান। তারুণ্যের দিনগুলোতে সোলস ব্যান্ড প্রতিষ্ঠালগ্নে তিনি পশ্চিমা ব্যান্ডসংগীতের প্রতি অনুরক্ত হয়ে ওঠেন। কিন্তু ক্রমে ক্রমে তাঁর আসক্তি জন্মায় সেতার বাদনের প্রতি। বাংলাদেশ ও ভারতের বহু গুণী ওস্তাদের কাছে তিনি তালিম নেন। তিনি ভারতীয় সংগীতের সঙ্গে বিভিন্ন সংগীত ঘরানার মিশ্রণ করে নাচো ক্যানো, গিওভান্নি হিডালগো, উইলিয়াম সেপিদা, অ্যামোরেস, ওমর সোসাসহ বিভিন্ন আন্তর্জাতিক খ্যাত শিল্পীর সঙ্গে বাজান। |