শিরোনাম: |
জম্মু-কাশ্মীরে ৩ বছরে চাকরি পেয়েছে ২৯ হাজার, স্বনির্ভর ৫ লক্ষাধিক
|
![]() জম্মু-কাশ্মীরে ৩ বছরে চাকরি পেয়েছে ২৯ হাজার, স্বনির্ভর ৫ লক্ষাধিক গত বুধবার রাজ্যসভায় ভারতীয় প্রতিমন্ত্রী এক লিখিত জবাবে বলেন, জম্মু ও কাশ্মীর সরকার ২০১৯ সাল থেকে সর্বমোট ২৯ হাজার ৮০৬ জনকে সরকারি খাতে নিয়োগ দিয়েছে। এছাড়া ২০১৯ সালের আগস্ট থেকে ২০২২ সালের জুন পর্যন্ত আনুমানিক ৫ লাখ ২০ হাজার জনের জন্য আত্ম-কর্মসংস্থান প্রকল্পের মাধ্যমে কাজের ব্যবস্থা করা হয়েছে। এসময় কংগ্রেস দলীয় এক সদস্য জম্মু-কাশ্মীরে কর্মসংস্থান হারের বিস্তারিত জানতে চাইলে নিত্যানন্দ রায় বলেন, কেন্দ্রশাসিত অঞ্চলটির জেলাভিত্তিক কর্মসংস্থান হারের তথ্য তাদের কাছে নেই। ২০১৯ সালের ৫ আগস্ট জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা, তথা স্বায়ত্তশাসন বাতিল করে ভারতীয় সংবিধানের ৩৭০ ও ৩৫এ ধারা বিলোপ ঘোষণা করে বিজেপি সরকার। এর মাধ্যমে সাবেক রাজ্যটিকে ভেঙে দুই ভাগে ভাগ করা হয় এবং সেগুলোকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে অন্তর্ভুক্ত দেওয়া হয়। |