বুধবার ৪ ডিসেম্বর ২০২৪ ২০ অগ্রহায়ণ ১৪৩১
শিরোনাম: মাওলানা মামুনুল হককে দেখতে হাসপাতালে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান       হাইকমিশনে হামলা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নষ্ট করার গভীর ষড়যন্ত্র : গোলাম পরওয়ার       আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ও বিএইচটি ইন্ড্রাস্ট্রিজ এর মধ্যে পে-রোল চুক্তি স্বাক্ষর       আজকের শেয়ারবাজার        এশিয়ার তিন দেশ সফরে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী       ব্যাংক খাতে প্রাতিষ্ঠানিক সুশাসন নেমে গেছে শূন্যের কোঠায়       আদানি থেকে বিদ্যুৎ কেনা অর্ধেকে নামিয়ে এনেছে বাংলাদেশ      
ছোট্ট শিশু ফারহানকে বাঁচাতে মায়ের আকুতি
প্রকাশ: রোববার, ৭ আগস্ট, ২০২২, ৩:৩৯ পিএম |

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) কর্মরত সেকশন অফিসার সুমন মিয়া রোহানের একমাত্র সন্তান সুলাইমান আহম্মেদ ফারহান (৮) অ্যাপ্লাইস্টিক অ্যামেনিয়ায় আক্রান্ত হয়ে গত দুই মাস ধরে হাসপাতালে ভর্তি রয়েছে। ফারহান পুরান ঢাকার প্রাচীনতম বিদ্যাপীঠ সেন্ট গ্রেগরী হাই স্কুল এন্ড কলেজের দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করে। ফারহানের বোনম্যারো থেকে রক্ত উৎপাদন সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। তাকে প্রতি সপ্তাহে দুই থেকে তিন ব্যাগ প্লাটিলেট দিতে হচ্ছে যা অত্যন্ত ব্যয়বহুল বলে জানিয়েছেন ফারহানের পরিবার। 

ফারহানের বাবা সুমন মিয়া জানান, আমি আমার সর্বস্ব দিয়ে গত দুই মাস ধরে ছেলের চিকিৎসা চালিয়ে যাচ্ছি। কিন্তু গত সপ্তাহে ডাক্তার বললো যদি ছেলেকে বাঁচাতে চান তাহলে ওকে উন্নত চিকিৎসার (বোনম্যারো ট্রান্সফার) জন্য ভারতের বেলোরে সিএমসি হাসপাতালে নিয়ে যেতে হবে। সেখানে চিকিৎসার জন্য ৪০ থেকে ৪৫ লক্ষ্য টাকার প্রয়োজন। এত ব্যয়বহুল চিকিৎসার খরচ আমার একার পক্ষে কোনভাবে চালানো সম্ভব হবে না। 

সুমন মিয়া আরও জানান, সকলের কাছে আমার আকুতি এই থাকবে যে আপনারা আমার ছেলের চিকিৎসার জন্য সকলেই সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আমার সাথে যোগাযোগ করতে হলে ০১৭১৬৩০৮৯০৯ এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর আর্থিক সহযোগিতার জন্য আমার এই এ্যাকাউন্টে সহযোগীতা পাঠাতে পারেন, বিকাশ – ০১৭১৬৩০৮৯০৯ (পারসোনাল), নগদ – ০১৬৭৬৬০৮৬০২ (পারসোনাল) এবং ব্যাংক এ্যাকাউন্ট নং ১ : সুমন মিয়া, ব্যাংক হিসাব নং : ০২০০০০২৪৭৯৬৬৮ অগ্রণী ব্যাংক লি. জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা, ঢাকা ব্যাংক এ্যাকাউন্ট ২: সুমন মিয়া ( SUMON MIA), ব্যাংক হিসেব নং : ৩০৫-১৫৮-০০১৬৪৩২, ডাচ বাংলা ব্যাংক লি. ধোলাইখাল শাখা, ঢাকা।






আরও খবর


সম্পাদক : এ এইচ এম তারেক চৌধুরী, সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪
প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০।
নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৬৭৭২১৯৮৮০।
e-mail: [email protected], web: 71sangbad.com